খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত যুবকের মরদেহ

উদ্ধারকৃত যুবকের মরদেহ

খুলনার একটি হোটেল কক্ষ থেকে রাজিব কুমার দত্ত নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার দিকে খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ সাতক্ষীরা হোটেলের বন্ধ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাজিব বাগেরহাটের যাত্রাপুরের কৃষ্ণ দত্তের ছেলে।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, ‘হোটেলের বন্ধ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাজিব কুমার দত্তের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সে আত্মহত্যা করেছে। গত সোমবার (১৩ জানুয়ারি) সে খুলনায় এসে হোটেলে চেকইন করে।’

তিনি আরও বলেন, ‘তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন