নারী সার্জেন্টের আত্মহত্যার চেষ্টা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

খুলনার রূপসা নদী থেকে আত্মহত্যার চেষ্টাকালে নারী পুলিশ সার্জেন্ট শিলাকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) গভীর রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সার্জেন্টকে রূপসা নদী থেকে উদ্ধার করা হয়। সে আত্মহত্যার উদ্দেশ্যে রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়েছিলো বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

বিজ্ঞাপন

কেএমপি সূত্রে জানা যায়, সার্জেন্ট শিলা আক্তার ৭ দিনের মেডিকেল ছুটিতে গিয়েছিলেন। গভীর রাতে সে রূপসা নদীতে ঝাঁপ দেয়। তাকে উদ্ধারের পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেলে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে দেখতে যান। তবে কি কারণে সে এ কাজ করেছে, তা জানা যায়নি। বর্তমানে সার্জেন্ট শিলা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

উল্লেখ্য, শিলা ২০১৭ সালে পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে যোগদান করেন। বর্তমানে সে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী সার্জেন্ট হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন