কম্বোডিয়ার উপ প্রধানমন্ত্রীর সঙ্গে ফারুক খানের সাক্ষাৎ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কম্বোডিয়ার উপ প্রধানমন্ত্রীর সঙ্গে ফারুক খানের সাক্ষাৎ

কম্বোডিয়ার উপ প্রধানমন্ত্রীর সঙ্গে ফারুক খানের সাক্ষাৎ

বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান কম্বোডিয়ার উপ প্রধানমন্ত্রী পিআরএকে সোখনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) কম্বোডিয়ার ফেনোম পেহেতে সাক্ষাৎকালে ফারুক খান রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি অস্থায়ীভাবে বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত মিয়ানমারের নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের বিষয়ে মতামত গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ইঙ্গিত তুলে ধরেন। এ ইস্যুতে ফারুক খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার নীতি উপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

এ সময় তারা বাণিজ্য, কৃষি, পর্যটন ইত্যাদিসহ অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যু নিয়েও আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের বিদেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স, জনাব মো. আবদুল মজিদ খান, এবং বাংলাদেশ দূতাবাস ও কম্বোডিয়ান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।