বৈধ স্থাপনা ভাঙচুরের অভিযোগ, ক্ষতিপূরণ দাবি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় ভূমি মালিকদের সংবাদ সম্মেলন

ক্ষতিপূরণের দাবিতে স্থানীয় ভূমি মালিকদের সংবাদ সম্মেলন

রাস্তা প্রশস্তকরণের নামে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে ব্যক্তিমালিকানাধীন স্থাপনা বুলডোজার দিয়ে নির্বিচারে ভাঙচুরের অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেছেন স্থানীয় ভূমি মালিকরা।

উচ্ছেদ কার্যক্রমের নামে অবৈধভাবে ব্যবসায়ীদের ৫ শতাধিক টাকা মূল্যের আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে বলেও দাবি করেন তারা।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) সাভারে একটি রেস্তোরাঁয় ঢাকা-আরিচা মহাসসড়ক সংলগ্ন ব্যক্তিমালিকাধীন জমি ও স্থাপনা রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের আহ্বায়ক নাসিমুল আলম, ব্যবসায়ী নেতা জিয়া উদ্দিন সরকার, মাসুদ রানা দুলাল, আ খ ম সিরাজুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, উচ্ছেদ কার্যক্রমের নামে বৈধ স্থাপনাগুলোও সড়ক ও জনপদ বিভাগের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীদের অনেকের স্বপ্ন চুরমার হয়ে গেছে। তাদের কষ্টার্জিত অর্থে নির্মিত মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ব্যবসায়ীই পথে বসেছেন।

অবিলম্বে ক্ষতিপূরণ দাবি করে ব্যক্তিমালিকানাধীন বৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধের দাবি জানান বক্তারা।