‘ঢাকা-আরিচা মহাসড়কে সওজের অভিযানের আইনগত ভিত্তি নেই’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলন করছে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমি ও স্থাপনা সংরক্ষণ কমিটি, ছবি: বার্তা২৪.কম

সংবাদ সম্মেলন করছে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমি ও স্থাপনা সংরক্ষণ কমিটি, ছবি: বার্তা২৪.কম

ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক ও জনপথের (সওজ) উচ্ছেদ অভিযানে আইনগত ও নৈতিক ভিত্তি ছিল না দাবি করে সংবাদ সম্মেলন করা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমি ও স্থাপনা সংরক্ষণ কমিটি ওই সংবাদ সম্মেলন করে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকার জুলিয়ান রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, ‘আমরা ঢাকা-আরিচা মহাসড়কের দু'পাশের এবং এলাকার জমির বৈধ মালিক ও দখলদার। সড়ক ও জনপথ বিভাগের সুনির্দিষ্ট করা মহাসড়কের জায়গার বাইরের এই সম্পত্তি আমাদের ব্যক্তি মালিকানাধীন। আমাদের সম্পত্তিগুলো এসএ, সিএস ও আরএস কর্তৃক সংরক্ষিত। এ সম্পত্তির উপরে আমাদের অনেকের বাড়ি, অফিস বা বাণিজ্যিক স্থাপনা ছিল। গত ৭, ৮, ২৫ ও ২৬ ডিসেম্বর কোনো ধরনের নোটিশ ছাড়া হঠাৎ মহাসড়কের দু'পাশের স্থাপনাগুলো ভাঙতে শুরু করে পুলিশ। যা আমাদের। সড়ক ও জনপথের কর্তাব্যক্তিদের নেতৃত্বে এ কাজটি করা হয়। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়। বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

তারা অভিযোগ করে বলেন, ‘এ ধরনের অভিযান হবে এমন কোনো কিছু আগে থেকে অভিহিত করা হয়নি। আমাদের সম্পদের বৈধতার প্রশ্নও তারা করে নাই। এভাবে ব্যক্তিগত সম্পদ ভাঙচুর ন্যায় বিচার পরিপন্থী। আমাদের জমিতে স্থাপনা নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। নিয়মিত জমির খাজনা, বিদ্যুৎ বিল, পৌর কর দিয়ে আসছি। বৈধ দখলদার হওয়ার পরেও নিমিষেই আমাদের স্থাপনাগুলো ভাঙা হলো। এর যৌক্তিক কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না।’

তারা আরও বলেন, ‘আমরা মহাসড়কের দুই পাশের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই। বর্তমান সরকারের জনকল্যাণমূলক সকল কর্মকাণ্ডকে সমর্থন করি। আমরা এও জানি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার সময় কেউ যেন অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি গত ৭, ৮, ২৫ ও ২৬ ডিসেম্বরের উচ্ছেদ অভিযানের কোনো আইনগত ও নৈতিক ভিত্তি ছিল না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমি ও স্থাপনা সংরক্ষণ কমিটির আহ্বায়ক নাসিমুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া, মো. মাসুদ রানা দুলাল, মো. শহিদুল ইসলাম মোল্লাসহ কমিটির সদস্যরা।