দুই সজারু এক ময়না উদ্ধার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত ময়না ও সজারু

উদ্ধারকৃত ময়না ও সজারু

পদ্মা সেতু এলাকা থেকে দুই সজারু এবং রাজধানীর উত্তরা থেকে একটি ময়না পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। দুয়েক দিনের মধ্যে প্রাণিগুলোকে সিলেটের বনে ছেড়ে দেওয়া হবে। বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চত করেছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এএসএম জহির উদ্দিন আকন্দ।

তিনি বলেন, ‘চীনা নাগরিকরা সব ধরনের পোকামাকড়সহ বণ্যপ্রানী খায়। তাই একস্কুল পড়ুয়া শিক্ষার্থী সাজারু ধরে বিক্রির জন্য চীনা নাগরিকের কাছে নিয়ে যায়। আর ঠিক তখন প্রকল্প এলাকার লোকজন আমাদের ফোন করে বিষয়টি অবহিত করে। আমরা প্রাণিটি রেখে দেওয়ার জন্য বলি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এর আগে গত নভেম্বর মাসে সচেতনতা বৃদ্ধির জন্য একটি কর্মশলা করেছিলাম শরিয়তপুরের জাজিরার পদ্মা সেতু প্রকল্প এলাকায়। সেখানকার লোকজন সেই সচেতনতায় উৎসাহিত হয়ে আমাদের খবর দিয়েছে।’

জহির উদ্দিন আকন্দ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উত্তরায় ১২ নম্বর সেক্টরের হিল ময়না রিসোর্ট থেকে একটি ময়না উদ্ধার করা হয়েছে। ময়না ও সজারু দু’টিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে সিলেটের বনে ছেড়ে দেওয়া হবে।’

বিজ্ঞাপন