বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা  হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, ছবি: বার্তা২৪.কম

সাভারে উত্তোরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় শীতার্ত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বেদে সম্প্রদায়ের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রায় দুই শতাধিক দরিদ্র বেদে সম্প্রদায়ের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, উত্তোরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উত্তোরণ ফাউন্ডেশন শুরু থেকেই অবহেলিত হিজড়া ও বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরবর্তীতে অবহেলিত হিজড়াদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হবে।

এ সময় উত্তোরণ ফাউন্ডেশনের পরিচালক রমজানসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।