সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি হিন্দু পরিষদের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তন করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বাংলাদেশ হিন্দু পরিষদের সভাপতি দীপঙ্কর শিকদার দীপু বলেন, ৩০ জানুয়ারি সিটি নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজাও হবে ওই দিন। এজন্য আমরা সিটি নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজন মিশ্র বলেন, আমরা সবাই নিজ নিজ বাড়িতে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে অত্যন্ত আনন্দের সঙ্গে এ পূজা উদযাপন করি। তাই একই দিনে ভোট এবং পূজা হলে দেশের বড় একটি অংশ বিপাকে পড়বে। সবাই যাতে ভোট উৎসব ও পূজায় অংশ নিতে পারে, সেজন্য আমাদের এ দাবি যেন মেনে নেওয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র অ্যাডভোকেট সুমন কুমার রায়, সহ-সভাপতি ড. বিপ্লব ভট্টাচার্য্য, অসীম দেবনাথ, মালা বিশ্বাস, যোগানন্দ বিশ্বাস, রাজিব মোস্তফাসহ অনেকে।