খিলগাঁওয়ে শান্টিং ট্রেন লাইনচ্যুত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

খিলগাঁও রেলগেট এলাকায় একটি শান্টিং ট্রেন লাইনচ্যুত হয়/ ছবি: বার্তা২৪.কম

খিলগাঁও রেলগেট এলাকায় একটি শান্টিং ট্রেন লাইনচ্যুত হয়/ ছবি: বার্তা২৪.কম

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় একটি শান্টিং ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বার্তা২৪.কমকে জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে একটি শান্টিং ট্রেন শাহজাহানপুরের ওয়ার্কশপ থেকে বের হয়ে খিলগাঁও রেল‌গেট থে‌কে ঘু‌রে কমলাপু‌রের দি‌কে আস‌তেই রেল লাইনের নির্ধারিত আউট লাইন অতিক্রম করে রাস্তায় চলে আসে। এসময় লাইন ঘেঁষে থাকা কয়েকটা রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

বিজ্ঞাপন
দুর্ঘটনায় লাইনটিতে কিছু সময়ের জন্য রেল চলাচল বন্ধ থাকে

তিনি আরও জানান, এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই লাইনে রেল চলাচল বন্ধ ছিলো। তবে দ্রুত ইঞ্জিনটি সরিয়ে নেওয়ায় এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।