'যারা জনগণের অধিকার খর্ব করে তারা মহাপাপী'

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ছবি: বার্তা২৪.কম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ছবি: বার্তা২৪.কম

যত বেশি ভোটার আসবে তত বেশি নৌকায় ভোট পড়বে। তাই নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। তারা নিজেদের পছন্দের ক্যামেরা নিয়ে এসে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেজন্য এ ধরনের লোক যেন না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, প্রতিহত করতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বনানীতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য কর্নেল অব. ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

বিএনপি'র উদ্দেশ্যে শেখ সেলিম বলেন, তারা তো ভোটে আসেনি, তারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রকে প্রতিহত করে জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেই চেষ্টা করতে হবে। জনগণ যদি সঠিকভাবে ভোট দেয় তাহলে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে।

তিনি বলেন, নির্বাচন আসলেই তারা (বিএনপি নেতারা) বলে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে না। অবাধ সুষ্ঠু নির্বাচন কি জিয়ার ক্ষমতা দখল? জনগণের অধিকার যারা খর্ব করে তারা মহাপাপী, তারা ষড়যন্ত্রকারী, তারা খুনি। তাদের কাছে আমাদের কিছু শুনতে হবে না। নির্বাচন আসলে বলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না, আবার নির্বাচনে অংশ গ্রহণও করে।

শেখ সেলিম বলেন, একটা দলের শক্তি আদর্শ, কর্মী, সংগঠক। আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবর্তমানে নেতা শেখ হাসিনা। আমাদের আদর্শ বঙ্গবন্ধু।

তিনি আরও বলেন, বিএনপি হেরে যাবে। হেরে যাবার আগে বিভিন্ন ভাবে আমাদের মাঝে তাদের এজেন্ট ঢুকিয়ে দেবে। তাদের মন মতো ক্যামেরাম্যান পাঠিয়ে দিয়ে এমন অনেক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সেটা যেন না করতে পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণ আমাদের ভোট দেবে না, পাকিস্তানী স্বাধীনতা বিরোধীদের ভোট দেবে? জনগণ তাদের ভোট দেবে না। যত ভোটার আসবে আমরা তত বেশি ভোটের ব্যবধানে জিতব।