ঢাকা আইনজীবী সমিতির ভবনে আগুন

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ড, ছবি: বার্তা২৪.কম

ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ড, ছবি: বার্তা২৪.কম

ঢাকা আইনজীবী সমিতির ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে।

ভবনের তিন তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। সদর ঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বিজ্ঞাপন

ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তাসলিমা ইয়াসমিন দীপা আগুন লাগার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন।

সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি বার্তা২৪.কমকে জানান, সমিতির ভবনের তিন তলার কনফারেন্স রুম থেকে আগুনের সূত্রপাত। ধারণা করা হচ্ছে বৈদ্যূতিক শর্ট সার্কিট থেকে আগুনে লেগেছে।

প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট ইসরাফিল বার্তা২৪.কম জানান, সকাল সাড়ে হঠাৎ করে এসি বিস্ফোণের মতো শব্দ শোনা যায়। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিসের গাড়ি চালক রানা বলেন, আগুন নেভাতে একটি ইউনিট কাজ করছে। এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে।