সুশৃঙ্খল পরিবেশে রাজধানীতে নববর্ষ উদযাপন হচ্ছে: ডিএমপি কমিশনার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে ডিএমপি কমিশনার, ছবি: বার্তা২৪.কম

থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে ডিএমপি কমিশনার, ছবি: বার্তা২৪.কম

রাজধানীতে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে নগরবাসী নববর্ষ উদযাপন করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে গুলশান-২ নম্বর গোলচত্বরে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, আমি আমার সহকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীতে যেসমস্ত নববর্ষ অনুষ্ঠান হচ্ছে, সেসব এলাকায় ঘুরেছি। দেখেছি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে নগরবাসী নববর্ষ উদযাপন করছেন। 'সারা শহরে কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি।’

তিনি বলেন, আমরা নগরবাসীকে যে আহ্বান জানিয়েছিলাম, আমাদের সংস্কৃতির সঙ্গে মিল রেখে উৎসব উদযাপন করার জন্য। এখন পর্যন্ত এর কোনো ব্যত্যয় ঘটেনি। আশা করছি, বাকি সময়ের উদযাপনও নগরবাসী সুন্দরভাবে উদযাপন করবে।'

অতিরিক্ত নিরাপত্তার কারণে উদযাপন ব্যাহৃত হচ্ছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, 'মানুষ যাতে নিরাপদে আনন্দ উপভোগ করতে পারে সে জন্য এই নিরাপত্তা ব্যবস্থা। উৎসবের আনন্দে বাধা দেওয়ার জন্য না। আমাদের কালচারের সঙ্গে সংশ্লিষ্টতা রেখে অনুষ্ঠান করলে পুলিশ সহযোগিতা করবে। কিন্তু খোলা জায়গায় উৎসব মেনে নেওয়া হবে না।’