আশুলিয়ায় ৫ ইটভাটাকে জরিমানা, বন্ধ ঘোষণা

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার
  • |
  • Font increase
  • Font Decrease

ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর

ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা আর্থিক জরিমানা করে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশের বিভিন্ন জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদের অংশ হিসাবে আশুলিয়ার মরাগাঙ এলাকার তুরাগ নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ দূষণ, নদী দখল ও টপ সয়েল ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে দেওয়ান ব্রিকস, রাজু ব্রিকস, আল-আশরাফ ব্রিকস-১, আশরাফ ব্রিকস-২ ও এমসিবি ব্রিকসকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলো সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী কাজী তামজীদ আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। ঢাকা ও এর আশেপাশের বায়ু দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।