খুবি’র সমাবর্তনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ/ ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ/ ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তনে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে তিনি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি রোববার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিবেন।’

সমাবর্তনে বক্তৃতা দেবেন প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী মো. শহীদুল্লাহ এবং খুবি ভিসি ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান সমাবর্তন আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সমাবর্তনে ২৩ জনকে স্বর্ণ পদক প্রদান করা হবে। সমাবর্তনে ৮ জনকে পিএইচডি ডিগ্রি এবং ৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।