বরিশালে বাসচাপায় নিহত দুই

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরিশালে যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় অটোরিকশা চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, রামপট্টি এলাকার মো. লোকমান হোসেন ( ৩৯) ও মীরগঞ্জ এলাকার সিদ্দিক হোসেন (৫৫)। 

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে কামিনি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত অটোরিকশা চালক সিদ্দিকের বাড়ি বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকায়। যাত্রী লোকমানের বাড়ি বিমানবন্দর থানার রামপট্টি এলাকায়।

জানা গেছে, অটোরিকশাটি একজন যাত্রী নিয়ে যাওয়ার সময় দ্রুতগামী বিআরটিসি বাস অটোটিকে চাপা দেয়। এতে অটো চালক ঘটনাস্থলে নিহত হন এবং যাত্রী গুরুতর আহত হলে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই যাত্রী লোকমান মারা যান।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, তাদের দুজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিমানবন্দর থানার এস আই মো. মাহমুদ বার্তা২৪.কম কে জানান, এ ঘটনায় বিআরটিসি বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।