জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৩ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র তিন সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার (১৮ ডিসেম্বর) বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) এম হাসানুল জাহীদ।

বিজ্ঞাপন

ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেগুনবাড়ি জামে মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল হাসনাত ওরফে কল্লোল, মো. আমিনুল ইসলাম ওরফে সেতু ও মো. ফজলে করিম ওরফে সোহাগ।

এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের দলিল, উগ্রপন্থী কাগজপত্র ও বই উদ্ধার করা হয়।

এটিইউ’র এসপি এম. এম. হাসানুল জাহীদ জানান, আল্লাহর দলের তিন সদস্য খুলনা থেকে ঢাকায় এসে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিলীন করার জন্য ধর্মীয় উগ্রবাদ মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের প্রস্ততি গ্রহণ করছিল।

গ্রেফতার কল্লোল আল্লাহর দলের খুলনা ও বরিশাল বিভাগের নিয়ন্ত্রক ছিলেন। সেতু ছিলেন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নির্বাহী নায়ক এবং সোহাগ ছিলেন খুলনার বিভাগীয় নায়ক।