জেনারেল আবেদীনের মরদেহ দেশে আসছে সন্ধ্যায়

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মরদেহ আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছবে। বুধবার (১৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেনারেল আবেদীনের মরদেহ সন্ধ্যায় ৬টায় ঢাকায় পৌঁছবে। রাতে তার মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে।

বিজ্ঞাপন

আইএসপিআর সূত্রে জানা গেছে মেজর জেনারেল আবেদীনের জানাজা আগামীকাল সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর পর দুপুরে তার মরদেহ সাতকানিয়ার চুনতি গ্রামে হেলিকপ্টারযোগে নিয়ে যাওয়া হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেজর জেনারেল জয়নুল আবেদীন।

মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ১৯৬০ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৮০ সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন জয়নুল আবেদীন। ২০১১ সালের ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে তিনি ২ মেয়ের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী আসিকা বেগম চৌধুরী, ২ মেয়ে সায়ের রুশনানা ও সাবিহা বুশরাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।