রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল চালু হচ্ছে বৃহস্পতিবার

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল/ছবি: সংগৃহীত

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল/ছবি: সংগৃহীত

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল চালু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)। ৭৮ গুলশান এভিনিউয়ের এই হোটেলটি আন্তর্জাতিক হোটেল গ্রুপ ‘ম্যারিয়টভূক্ত’। ম্যারিয়ট গ্রুপের ওয়েবসাইটে এটিকে ক্যাটাগরি-৫ মান হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সাইটে প্রতিরাতে সর্বনিম্ন নিয়মিত রেট উল্লেখ করা হয়েছে সুপিরিয়র রুমের জন্য ২০৯ মার্কিন ডলার।

 রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে প্রতিরাতে সর্বনিম্ন নিয়মিত রেট উল্লেখ করা হয়েছে সুপিরিয়র রুমের জন্য ২০৯ মার্কিন ডলার

রেনেসাঁ হোটেল কর্তৃপক্ষ উদ্বোধন উপলক্ষে ঢাকার কয়েকটি প্রিন্ট সংবাদপত্রে সীমিত আকারে বিজ্ঞাপন প্রকাশ করেছে। রেনেসাঁ’র মালিকানায় রয়েছেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক এমডি ডাঃ এইচবিএম ইকবাল। তার মালিকানায় গুলশানে আন্তর্জাতিক মানের হোটেল হিলটন ঢাকা চালু হবে ২০২০ সালের শেষ ভাগে।

বিজ্ঞাপন
ম্যারিয়ট গ্রুপের ওয়েবসাইটে হোটেলটি ক্যাটাগরি-৫ মান হিসেবে উল্লেখ করা হয়েছে

ঢাকায় ম্যারিয়ট গ্রুপের অন্যান্য হোটেলের মধ্যে রয়েছে দ্য ওয়েস্টিন ঢাকা, ফোর পয়েন্টস বাই শেরাটন এবং দ্য লে’ মেরিডিয়ান।

২০২০ সালের শুরুতেই বনানীতে চালু হবে আরেকটি আন্তর্জাতিক মানের হোটেল শেরাটন ঢাকা বনানী। দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার মালিকানায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী।