বার্তার চোখে ইউএই’র সাত আমিরাত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মাত্র সাত দশকে অভাবনীয় উন্নয়ন ও আধুনিকতায় রূপান্তরিত এক ভৌগোলিক বিস্ময়, প্রকৃতি প্রদত্ত সম্পদকে দ্রুতই প্রায়োগিক সম্পদে পরিণত করা সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বর্তমানে আর তেল শিল্পের ওপর নির্ভরশীল নয়।

অসংখ্য দৃষ্টিনন্দন ও আকাশছোঁয়া ভবন নির্মাণ করে এবং অনেক সফল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক হিসেবেও ইউএই বিশ্ববাসীর নজর কেড়েছে।

বিজ্ঞাপন

গত শতকের আশির দশক পর্যন্ত অনুন্নত দেশগুলোর শ্রমিকদের কাছে টাকার খনি হিসেবে বিবেচিত আরব আমিরাতের বর্তমান চেহারা-চিত্র তুলে ধরবেন বার্তা২৪.কম-এর সিনিয়র করেসপন্ডেন্ট শাহজাহান মোল্লা।

চষে বেড়াবেন ইউএই’র সাত স্বাধীন আমিরাত—আবুধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরাহ, রাআস আল খাইমাহ, আশ শারজাহ্ ও উম্ম আল ক্বাইওয়াইন।

শাহজাহান মোল্লাকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইলে, কিংবা কমিউনিটির কোনো খবর জানাতে চাইলে ইমেইল করুন: [email protected] অথবা ভাইবার কিংবা হোয়াটঅ্যাপসে যোগাযোগ করুন তার সাথে +880 1303-024964 এই নম্বরে।