নিজ কক্ষেই ডিসপ্লেতে টিকিট বিক্রি পর্যবেক্ষণ করবেন রেলমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪. কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কমলাপু‌রসহ বি‌ভিন্ন স্টে‌শনের টিকিট বি‌ক্রির তথ্য এখন নিজেই পর্যবেক্ষণ করবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এজন্য তিনি তার কক্ষে ডিসপ্লে বসানোর নির্দেশ দিয়েছেন। ডিসপ্লেটি মূল সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে।

রোরবার (১৫ ডিসেম্বর) বিকেলে রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টিকিট কালোবাজারি বন্ধে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারিতে রাখা যাবে।

এদিকে, আজ দিনাজপুর স্টেশনে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও অনিয়মের দায়ে স্টেশন মাস্টারসহ চারজনকে সাময়িক বরখাস্ত করেছে রেল বিভাগ।