বিজয় দিবসে স্মার্টকার্ড পাবেন সব মুক্তিযোদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম

সারাদেশে যেসব বীর মুক্তিযোদ্ধা এখনও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) পাননি বিজয় দিবসে তাদের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ ৪০ হাজার স্মার্টকার্ড বিতরণ করবে।

বিজ্ঞাপন

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এনআইডির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল বিজয় দিবসে ৫১৯টি উপজেলা/থানায় ও ৬৪ জেলায় যেসব অনুষ্ঠান, সেসবের মাধ্যমে আমরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেব। তাদের সম্মানিত করব।

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের মাঝেই এই স্মার্টকার্ড দেওয়া হবে। তবে ইতোমধ্যে যেসব মুক্তিযোদ্ধা স্মার্টকার্ড পেয়েছেন, তারা পাবেন না। মুক্তিযোদ্ধাদের যারা স্মার্টকার্ড আগামীকালকে গ্রহণ করতে পারবেন না, তারা পরবর্তীতে আমাদের উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করলে দিয়ে দেওয়া হবে, বলেন এনআইডির ডিজি।

সাইদুল ইসলাম আরও বলেন, অনেক উপজেলাতে স্মার্টকার্ড বিতরণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনেক জেলাতে, বিভাগীয় ও সিটি করপোরেশন পর্যায়ে বিতরণ করা হয়েছে। সুতরাং যাদের কাছে স্মার্ট কার্ড পৌঁছেনি শুধু তাদের কাছেই আমরা স্মার্টকার্ড পৌঁছে দেব। অনেক উপজেলা রয়েছে, যেগুলোতে স্মার্টকার্ড পৌঁছেনি। সেসব উপজেলাতে অন্যরা স্মার্টকার্ড পাওয়ার আগে প্রথম পাবেন মুক্তিযোদ্ধারা। যেকোন জায়গায় সবচেয়ে বেশি প্রাধান্য পাবেন মুক্তিযোদ্ধারা।