প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কেরানীগঞ্জের চোনকুটিয়াতে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে কমপক্ষে আরো ৩৩ জন। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস বলছে, কারখানার ভেতর থেকে আনুমানিক ২৮/৩০ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঢামেক হাসপাতালে ৩৩ জন ভর্তি আছেন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দগ্ধরা হলেন, ওমর ফারুক, এহসান, রিয়াজ, জাকির, সোহাগ, মফিজুল, মোস্তাকিম, সালাউদ্দিন, আলম, সজল, লাল মিয়া, মেহেদী, দূর্জয়, সুজন, ফিরোজ, আসলাম, ইমরান, দিদারুল, জিসান, রাজ্জাক, সোহান, ফয়সাল, বাবুল, জাহাঙ্গীর, বশির, খালেদ, শাখাওয়াত, আবু সাঈদ।