জিকে শামীমের ঘনিষ্ঠ ১১ প্রকৌশলীকে দুদকে তলব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দুদক লোগো

দুদক লোগো

বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের সঙ্গে যোগাযোগ এবং শত শত কোটি টাকা লেনদেনের অভিযোগসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেসহ ১১ প্রকৌশলীকে তলব করেছে দুদক।

এছাড়াও এদের বিরুদ্ধে বিদেশে টাকা পাচার করার অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এই ১১ প্রকৌশলীকে দুদকে তলব করা হয়।

দুদকে তলব করা প্রকৌশলীরা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ রোকন উদ্দিন ও জনাব আব্দুল মোমেন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মোঃ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী, মোহাম্মদ আফসার উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও ফজলুল হক মধুসহ উপ-সহকারী প্রকৌশলী আলী আকবর সরকার।

ওই নোটিশে উল্লিখিত প্রকৌশলীদের দুদকে এসে অনুসন্ধান দলের কাছে নির্দিষ্ট দিনে বক্তব্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।