'জঙ্গিদের ৯০ ভাগ আহলে হাদিস মতবাদি'

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশে যারা জঙ্গি আছে তাদের ৯০ ভাগই আহলে হাদিস মতবাদি। তাদের এভাবে হবে না, বড় হুজুর দিয়ে বোঝাতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ২ দিনব্যাপী উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলন-২০১৯ এর বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

ডিএমপি কমিশনার বলেন, আমাদের ধারণা ছিল, শুধু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অসচ্ছল পরিবারের ছেলেরাই জঙ্গিবাদে ছড়ায়। তবে এখন আমাদের ধারণা চেঞ্জ হয়েছে। সচ্ছল পরিবার বা উচ্চশিক্ষিত সাধারণ পড়াশোনা থেকে আসা ছেলেরাই জঙ্গিবাদে জড়িয়েছে।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, আর যদি একটি হলি আর্টিজান হতো, আমাদের সকল উন্নয়ন কাজ থমকে যেত। কেননা যারা জঙ্গিবাদ চায়। তারা দেশের উন্নয়ন চায় না।

তিনি আরো বলেন, জঙ্গিবাদ একটা বৈশ্বিক সমস্যা। এটাকে বৈশ্বিকভাবেই মোকাবেলা করতে হবে।