বরিশালে অনুমোদনবিহীন ওষুধ বিক্রি, লাখ টাকা জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

অনুমোদনবিহীন ওষুধগুলো জব্দ করা হয়, ছবি: সংগৃহীত

অনুমোদনবিহীন ওষুধগুলো জব্দ করা হয়, ছবি: সংগৃহীত

বরিশালে অনুমোদনবিহীন ওষুধ বিক্রির দায়ে ‘দি মেডিকাস’ নামক ওষুধ ফার্মেসিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর জেলখানা মোড় সদররোডে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের সত্যতা স্বীকার করে ম্যাজিস্ট্রেট সাইফুল বার্তা২৪.কমকে বলেন, বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘দি মেডিকাস’ ওষুধ ফার্মেসির অনুমোদনবিহীন সকল ওষুধ জব্দ করা হয়। একই সাথে এই অপরাধে দোকানের ম্যানেজার মো. সাইদুর রহমানকে ‘দি ড্রাগ অ্যাক্ট ১৯৪০’ এর ২৭ ধারার বিধানমতে ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।