সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে: রেলমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যার প্রভাব ইতিমধ্যে আমাদের সমুদ্র সৈকত এবং আশপাশের এলাকায় লক্ষ করা যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘তবে সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বাড়ার ফলে, এর প্রভাব মোকাবিলা করার জন্য বাংলাদেশ সরকার নিজস্ব রিসোর্সগুলো ব্যবহার করে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে।’

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রাণিবিদ্যা সমিতি বাংলাদেশ এর দ্বিবার্ষিক ও আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় রেলমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমরা যেমন সোচ্চার হয়েছি। আগামী দিনে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও প্রত্যেকটি জায়গা থেকে একই ধরনের একটি পদক্ষেপ নিতে হবে।’

পরিবেশ রক্ষা করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের খাদ্যের ঘাটতি নেই। তাই এখন আমাদের সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে সুষম খাদ্য নিশ্চিত করার জন্য যেসব রিসোর্স আমরা ব্যবহার করব তার ফলে যেনো পরিবেশের কোন ক্ষতি না হয়।’

গবেষণার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আগের সরকারগুলোর সময় গবেষণা কার্যক্রম হতো না। কিন্তু আমাদের সরকার ক্ষমতায় আসার পর সকল ক্ষেত্রে গবেষণা কার্যক্রম বাড়িয়েছে। যাতে করে সকল ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি হয়।

স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ করে তিনি বলেন, কনফারেন্সে ভারত থেকে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুক্তিযুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের অনেক সহায়তা করেছে। তাদের সেদিনের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধকে কঠিন করে দিয়েছিল। যুদ্ধাপরাধী, জামায়াত, রাজাকার, শামস বাহিনী পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে কঠিন করে দিয়েছিল। রাজাকাররা যদি তাদের সহযোগিতা না করতো তাহলে যুদ্ধের সময় এত মানুষ মারা যেত না।’

প্রাণিবিদ্যা সমিতির এই কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার , প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর হুমায়ুন রেজা খান, প্রাণিবিদ্যা সমিতির সভাপতি প্রফেসর গুলশান আরা লতিফা, বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মোঃ শরিফুল আলম চৌধুরীসহ দেশি-বিদেশি আরও অনেকেই।