লক্ষ্মীপুরে দেহ ব্যবসার অভিযোগে নারীসহ গ্রেফতার ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুর সদর মডেল থানা

লক্ষ্মীপুর সদর মডেল থানা

লক্ষ্মীপুরে দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর সরকারি কলেজ সংলগ্ন সমসেরাবাদ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- শিল্পী আক্তার, আরিফুর রহমান ওরফে আন্ধা ও আবুল বাশার।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, আটক আরিফসহ একটি চক্র নুরু বক্স বাড়ির পাশে একটি বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছে। এ ঘটনায় পৌরসভার বাঞ্চানগর এলাকায় ৩ যুবক ঘটনাস্থল গিয়ে দেহ ব্যবসার সঙ্গে জড়িতদের আটক করে। আটক আরিফ ও বাশার স্থানীয় বাসিন্দা ছিল। এতে তাদের আকুতিতে আশপাশের লোকজন ঘটনাটি বুঝতে না পেরে ওই ৩ যুবককে মারধর করে। একপর্যায়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ ব্যবসার সঙ্গে জড়িত শিল্পী, আরিফ ও বাশারকে গ্রেফতার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বলেন, দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।