অগ্নি নির্বাপণের ব্যবস্থা নেই পেট্রোবাংলা ভবনে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ৭টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৯টা ২৬ মিনিটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মণ জানান, ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেবাশীষ বর্মণ জানান, এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি ভবনে অগ্নি নির্বাপণের জন্য কোনো ব্যবস্থা ছিল না। আগুনের তীব্রতা বড় হলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল।

আরও পড়ুন: কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে আগুন