৬ ডিসেম্বর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রদূত মোহাম্মদ জমির/ ছবি: বার্তা২৪.কম

রাষ্ট্রদূত মোহাম্মদ জমির/ ছবি: বার্তা২৪.কম

আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন এই দিনে ভারত ও ভুটান বাংলাদেশকে একই দিনে স্বীকৃতি দিয়েছিল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) হোটেল লেকশোরে কূটনৈতিক প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিকদের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠানে এ সব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান রাষ্ট্রদূত মোহাম্মদ জমির।

বিজ্ঞাপন

এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটি। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ বক্তব্য রাখেন।