ভুটানে নতুন রাষ্ট্রদূত শহীদুল করিম

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

একেএম শহীদুল করিম/ ছবি: সংগৃহীত

একেএম শহীদুল করিম/ ছবি: সংগৃহীত

ভুটানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তা একেএম শহীদুল করিমকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

করিম পেশাদার কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৮ তম ব্যাচের অন্তর্ভুক্ত।

করিম স্টকহোম, কায়রো এবং লন্ডনে বাংলাদেশ মিশনে বিভিন্ন সক্ষমতা অর্জন করেন। তিনি জেদ্দায় কনসাল জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেন।

একেএম শহীদুল করিম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বৈদ্যুতিক ও বৈদ্যুতিক প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য আলোচনার বিষয়ে নির্বাহী কর্মসূচিতে অংশ নেন এবং পাশাপাশি জাপানের ওসাকার কানসাই কোকুসাই সেন্টারে জাপানি ভাষা কোর্স সম্পন্ন করেন।