ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ছবি: বার্তা২৪.কম

গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, ছবি: বার্তা২৪.কম

ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির অন্যতম মূল হোতা জামালপুরের ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুদকের সহকারি পরিচালক মো. ফায়সালের নেতৃত্বে একটি দল দুপুর ২টার দিকে রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৮৪ লাখ ৭২ হাজার টাকার সম্পদ অর্জন ও ২ কোটি ৫২ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের মামলা রয়েছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত কামাল ফারমার্স ব্যাংক (পদ্মা ব্যাংক) কেলেঙ্কারির অন্যতম হোতা ও পদ্মা ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর শ্যালক। চিশতীর অবৈধ সম্পদের বেশিরভাগই তার নামে রয়েছে বলে দুদকের অনুসন্ধানে জানা গেছে।

উল্লেখ্য, ঋণ কেলেঙ্কারি ও অর্থ আত্মসাতে অভিযোগে চিশতীর বিরুদ্ধে অন্তত অর্ধ-ডজন মামলার তদন্ত চলমান রয়েছে।