রাজশাহীতে এক ব্যক্তিকে হত্যা করে গরু লুট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়, ছবি: সংগৃহীত

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়, ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর দাশপকুর এলাকায় এক ব্যক্তিকে হত্যা করে চারটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ (৫৫)। তিনি ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশের ধারণা- গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটেছে।

বিজ্ঞাপন

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, দাশপুকুর বাইপাসে খাস জমিতে দু’টি গরু এবং দু’টি বাছুর পালন করতেন আব্দুল মজিদ। পাশের একটি চৌকিতে তিনি ও তার স্ত্রী ঝর্না বেগম থাকতেন। তার স্ত্রী গতরাতে তার সঙ্গে ছিলেন না। রাত ১২টার পর যে কোনো সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুটি গরু ও দুটি বাছুর নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি বলেন, ‘এ ব্যাপারে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ ব্যাপারে হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।