বনশ্রী থেকে অজগর, টিয়াসহ ১৫ প্রাণী উদ্ধার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধারকৃত অজগর সাপ, ছবি: বার্তা২৪.কম

উদ্ধারকৃত অজগর সাপ, ছবি: বার্তা২৪.কম

রাজধানীর দক্ষিণ বনশ্রীর মেরাদিয়া হাট থেকে বিপন্ন ১টি অজগরসহ ৫টি সাপ, ১টি বেজী ও টিয়াপাখিসহ মোট ১৫টি প্রাণী উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) অবৈধভাবে অজগর সাপ দিয়ে খেলা দেখানোর সময় এই ১৫টি প্রাণীকে উদ্ধার করেছে বন বিভাগ। অজগর ছাড়াও ২টি পদ্মগোখরা, ১টি দারাস, ১টি কালনাগিনী সাপ, ১টি বেজী এবং ৯টি টিয়াপাখি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের উপ-পরিদর্শক অসীম মল্লিক এই অভিযানের নেতৃত্ব দেন। এই টিমকে সহযোগিতা করেছে র‍্যাবের একটি দল।