সামরিক সম্পর্ক জোরদারে মিয়ানমার যাচ্ছেন সেনাপ্রধান

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ/ ছবি:সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ/ ছবি:সংগৃহীত

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করার জন্য মিয়ানমার যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি জানান, এ সফরে রোহিঙ্গা ইস্যু আলোচনায় স্থান পাবে।  

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান তিনি।  

বিজ্ঞাপন

এর আগে সেনাবাহিনী প্রধান বলেছেন, আস্থা আর বিশ্বাস পুনঃস্থাপনই তার সফরের অন্যতম উদ্দেশ্য।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনও এ সম্পর্কে বলেছেন, সেনাপ্রধানের মিয়ানমার সফরের মধ্য দিয়ে আরেকটি ‘লাইন অব নেগোসিয়েশন’ তৈরি হবে।

চলতি মাসেই জেনারেল আজিজ আহমেদ এক সপ্তাহের জন্য সফরে মিয়ানমার যাচ্ছেন বলে জানা গেছে।