মশা নিধনে ডিএনসিসিতে আধুনিক যন্ত্রপাতি

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন

ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন

মশা মারার কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে কীটতত্ত্ববিদদের পরামর্শে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সংযোজিত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ২০টি মিস্ট ব্লোয়ার এবং ২টি ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন। এছাড়া আরো ৩টি ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন কেনা হবে।

বিজ্ঞাপন

ডিএনসিসির প্রতিটি অঞ্চলে ২টি করে ১০টি অঞ্চলে মোট ২০টি মিস্ট ব্লোয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। মিস্ট ব্লোয়ারকে পাওয়ার স্প্রেও বলা হয়। এই মেশিন মশার ডিম ও লার্ভা নিধনের (লার্ভিসাইডিং) জন্য ব্যবহৃত হয়। যে সব ড্রেন ঢাকা থাকা সেই সব ড্রেনের ভিতরের লার্ভা নিধনের জন্য মিস্ট ব্লোয়ার খুব উপযোগী। এ মেশিনের সাহায্যে প্রায় ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত দূরত্বে লার্ভিসাইডিং করা যায়।

মিস্ট ব্লোয়ার মেশিন দিয়ে ড্রেনে মশার লার্ভা ধ্বংস করছেন ডিএনসিসির এক কর্মী

আধুনিক এই মেশিন পরিচালনা করতে মাত্র একজন লোকের প্রয়োজন হয়। যেকোন লার্ভিসাইডিংয়ের জন্য এ মেশিন ব্যবহার করা যায়। গত ২১ নভেম্বর ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম মিস্ট ব্লোয়ার মেশিনগুলোর উদ্বোধন করেন।

ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন ২টি জার্মানি থেকে আনা হয়েছে। প্রতিটি মেশিন পিকআপভ্যানে বসিয়ে উড়ন্ত মশা নিধন অর্থাৎ এডাল্টিসাইডিং করা হয়। প্রতিটি মেশিনে ১৫০ লিটার এডাল্টিসাইড রাখা যায়। এ মেশিনের সাহায্যে অনেক দূর পর্যন্ত এডাল্টিসাইডিং করা যায়।

গলির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এ মেশিনের ধোঁয়া চলে যায়। ফলে অল্প সময়ে অনেক এলাকা এডাল্টিসাইডিং করা যায়। প্রতিটি মেশিন চালনা করতে একজন অপারেটর এবং একজন ড্রাইভারের প্রয়োজন হয়। ভেহিকেল মাউন্টিং ফগার মেশিন দুটি নভেম্বর মাস থেকে ব্যবহার করা হচ্ছে।