ফের আন্দোলনে নেমেছেন বরিশালের নৌ শ্রমিকরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা

মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা

বরিশালে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখা ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল লঞ্চটার্র্মিনাল এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য দেন- নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি শেখ আবুল হাসেম, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ, হারুন অর রশীদ, মজিবুর রহমান ও অ্যাডভোকেট একে আজাদসহ শ্রমিক নেতারা।

এ সময় বক্তারা বলেন, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন ও সকল প্রকার শ্রমিক হয়রানি বন্ধ, মালিক কর্তৃক সকল নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদান, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আবারও আন্দোলনে নেমেছেন। এর পূর্বে বেশ কয়েক দফা আন্দোলন করেছিলেন শ্রমিকরা। তবে নৌ-মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেও তাদের অধিকাংশ দাবি পূরণ করেনি লঞ্চ মালিকরা। এখন ১১ দফা দাবি না মানলে আগামী শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২ টার পর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ও কর্মবিরতি পালন করবেন শ্রমিকরা।