সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় নাগরিক আটক/ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিক আটক/ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের সময়ে মোছাঃ বিলকিচ আক্তার নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের উত্তর প্রদেশের সুরুজের স্ত্রী এবং সাতক্ষীরা কলারোয়া গৌরবপুর এলাকার মেয়ে।

শনিবার (১২ অক্টোবর) জেলার তলুইগাছা সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর তলুইগাছা বিওপি সীমান্তের কেড়াগাছি নামক স্থান দিয়ে ভারতীয় নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে গমন করবে। এমন সংবাদ প্রাপ্তির পর অধীনস্থ তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারী এর নেতৃত্ব একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থান থেকে ১ জন ভারতীয় মহিলাকে আটক করে।

তিনি আরও জানান, গত ০১ এপ্রিল ২০২৪ তারিখে ভারত থেকে বাংলাদেশে এসে বাবার বাড়ীতে বসবাস করছিলেন তিনি। আটককৃত ভারতীয় নাগরিককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।