হলি আর্টিজান মামলার রায় ঘিরে বরিশালে কড়া নিরাপত্তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো তল্লাশি করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো তল্লাশি করা হচ্ছে। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থান ও নজরদারিতে রয়েছে বরিশালের প্রশাসন। রায়কে কেন্দ্র করে নগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ৭ জনের মৃত্যুদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

জানা গেছে, এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বরিশালে চেকপোস্ট বাড়ানো হয়েছে। সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে। নগর পুলিশের পাশাপাশি জেলার প্রত্যেক থানায় ৫-৬টি করে টিম নজরদারিতে কাজ করছে। এছাড়াও নগরের হোটেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো তল্লাশি করা হচ্ছে।

বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।