কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরো ৩টি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারওয়ান বাজার ম্যাপ

কারওয়ান বাজার ম্যাপ

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত হওয়া গেছে। এসময় একই জায়গা থেকে আরো ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'কারওয়ান বাজারে ওয়াসা ও এটিএন বাংলার গলির মাঝখানে ককটেল বিস্ফোরণের খবর শুনে আমরা স্পটে এসে পৌঁছাই। সেখানে বাসের চাকার নিচে পড়ে ককটেল বিস্ফোরিত হয়েছে। আমরা স্পটে আরো তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পেয়েছি। বোম ডিস্পোজাল ইউনিট বাকি ককটেলগুলো নিষ্ক্রিয় করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।'

এদিকে হলি আর্টিজান হামলা মামলার রায়ের আগে এমন ঘটনা ঘটলেও বিচলিত হওয়ার মত কিছু নেই বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।