রাস্তায় নামা অসাংবিধানিক নয়: নোমান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আজকে রাস্তায় নামা কোনো অসাংবিধানিক কাজ নয়। আইন বিরোধীও নয়। রাষ্ট্র ক্ষমতার মালিক জনগণ। জনগণ রাষ্ট্র ক্ষমতার পালাবদল হওয়ার শর্তে তারা আজকে অত্যাচারিত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নোমান আরও বলেন, আমরা কোনও কথা বলতে পারি না। বললে অপরাধ হয়ে যায়। কিন্তু সরকারের নেতারা ক্যাসিনোর সঙ্গে সম্পর্কিত থাকলেও কোনো অপরাধ হয় না। আমরা আন্দোলন সংগ্রাম করতেই পারি। এটা আমাদের সাংবিধানিক অধিকার।

পুলিশ টিয়ারশেল নিক্ষেপ

বিএনপির এই আন্দোলন চলাকালীন সময়ে কিছু নেতাকর্মী হাইকোর্টের সামনে থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের গাড়িসহ ১২-১৫ টি গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে হাইকোর্টের রাস্তায় যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।