বরিশালে বাস চলাচল স্বাভাবিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশাল বাস টার্মিনাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বরিশাল বাস টার্মিনাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নতুন সড়ক পরিবহন আইন (২০১৮) সংশোধনের দাবিতে বরিশালে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ ৮ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। নগরীর নথুল্লাবাত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ছেড়ে যাচ্ছে বাস।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বুধবার সকালে বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ থেকে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি বুধবার সকালে প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে ৮টি রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

বাস চালকরা জানান, শ্রমিকনেতাদের নির্দেশে তারা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। ঢাকায় মিটিংয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন চালকসহ শ্রমিকরা।