লবণ নিয়ে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আগামী ২ মাসের লবণের চাহিদা পূরনের জন্য লবণ মজুদ আছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

আগামী ২ মাসের লবণের চাহিদা পূরনের জন্য লবণ মজুদ আছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লবণ কিংবা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনোভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) তথ্য অধিদফতর এ সংক্রান্ত প্রেস নোট জারি করেছে। এতে বলা হয়েছে, একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোতে লিপ্ত রয়েছে। সম্প্রতি দেশে লবণের প্রাপ্যতা নিয়েও গুজব ছড়ানোর একটি অপচেষ্টা চলছে।

বিজ্ঞাপন
তথ্য অধিদফতরের প্রেস নোট

ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণমাধ্যমে জানানো হয়েছে, প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ডিসেম্বর মাসেই দেশে নতুন লবণ বাজারে আসবে। বর্তমান মজুদের সঙ্গে যোগ হবে নতুন উৎপাদিত লবণ। ফলে দেশে লবণের কোনো সংকট নেই বা এমন কোনো সম্ভাবনাও নেই।

লবণের দাম বেশি চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের (01624276012) মোবাইল ফোনে জানাতে বলেছে তথ্য অধিদফতর। এছাড়া ০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮-এ দুটি নম্বরে অথবা ইমেইল ([email protected]) করতে পারবেন।  

আরও পড়ুন:সংকট নয়, কক্সবাজারেই মজুদ আছে ৩ লাখ মেট্রিক টন লবণ

লবণের দাম বাড়ানো ব্যবসায়ীদের জেল-জরিমানার নির্দেশ

দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে: শিল্প মন্ত্রণালয়