‘সড়ক আইন প্রয়োগে বাড়াবাড়ি না করার নির্দেশ দেয়া হয়েছে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের ,ছবি: বার্তাটোয়েন্টিফোর

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের ,ছবি: বার্তাটোয়েন্টিফোর

নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, নতুন সড়ক পরিবহন আইন প্রথমে সহনীয় পর্যায়ে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে। আইন প্রয়োগে অযথা কোন বাড়াবাড়ি যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

নতুন আইনে জরিমানা আদায় করা মুখ্য উদ্দেশ্য নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সরকার চায় সবাই আইন মেনে চলুক। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ আইনের প্রধান উদ্দেশ্য। আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে।

এসময় পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলা ও যে কোনো প্রকার ধর্মঘট থেকে বিরত থাকার জন্যও অনুরোধ জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, যত চাপ থাকুক সড়ক পরিবহন আইন বাস্তবায়ন হবে।