ক্ষমতা নয়, মানুষের জন্য রাজনীতি করেছেন ভাসানী: তথ্যমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর

ছবি: বার্তাটোয়েন্টিফোর

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মাওলানা ভাসানী কখনো ক্ষমতার জন্য রাজনীতি করেননি। তিনি যদি ক্ষমতা চাইতেন তাহলে মুখ্যমন্ত্রী হতে পারতেন। তিনি কখনোই ক্ষমতার জন্য রাজনীতি করেননি, তিনি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন।

রোববার ( ১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, মাওলানা ভাসানী সব সময় বাংলার খেটে খাওয়া মানুষের কথা বলে গেছেন। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে গেছেন। কখনোই তার নিজস্ব ক্ষমতার জন্য রাজনীতি করেননি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা ভাসানীর সঙ্গে রাজনীতি করেছেন। ভাসানী সাহেব বলতেন শেখ মুজিবের সাংগঠনিক দক্ষতা ও অনেক ভালো। রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য কাজ করা।

বিএনপি'র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির নেতারা সব দলছুট নেতা। বিএনপির বড় বড় নেতারা অন্য দল থেকে এসে বিএনপিতে যোগ দিয়েছে। মির্জা ফখরুল ব্যারিস্টার মওদুদ আহমেদ এরা শুরু থেকে অন্য দল করত, পরে এসে বিএনপিতে যোগ দিয়েছে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বঙ্গ দীপ এম এ ভাসানী ও শাহে আলম মুরাদসহ অন্যান্যরা।