ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু

  ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে ট্রেন দুর্ঘটনা
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ব্রাহ্মণবাড়িয়ার দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকার পর পুনরায় ঢাকা থেকে সিলেট ও চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোঃ শরিফুল আলম ট্রেন চলাচলের বিষয়টি বার্তাটোয়েন্টিফোর. কমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, উদ্ধারকাজ শেষে সকাল ১০টা ২৫ মিনিট থেকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশীথা দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৭ জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়।