টাকার বান্ডিলসহ ঘুমন্ত পুলিশের ভাইরাল ছবি
গাড়ির সিটে ঘুমন্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফুর রহমান। পাশে পড়ে রয়েছে টাকার বান্ডিল। উপ-পরিদর্শক আরিফুর রহমানের এ ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল।
বুধবার (৬ নভেম্বর) সকালের দিকে আরিফুর রহমানের এ ছবি ভাইরাল হয়।
ছবিতে দেখা যায়, উপ-পরিদর্শক আরিফুর রহমান টাকার বান্ডিল নিয়ে গাড়িতে ঘুমিয়ে আছেন। সিটের ওপর অনেকগুলো টাকার নোটের বান্ডিল পড়ে রয়েছে। টাকাগুলোর পাশে তার ব্যবহৃত একটি ওয়াকিটকি সেট ও একটি ফাইলও রয়েছে।
এ বিষয়ে এসআই আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, 'ছবি অনেক পুরান, ৪-৫ মাসের আগের। এইটা আমার মায়ের চিকিৎসার টাকা ছিল। এটা অনৈতিক কোনো কাজের টাকা নয়।'
এ সম্পর্কে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, 'বিষয়টি আমি শুনেছি। আমরা তদন্ত করে দেখছি।'