বরিশালে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ত্র-মাদকসহ গ্রেফতার হওয়া যুবক, ছবি: সংগৃৃহীত

অস্ত্র-মাদকসহ গ্রেফতার হওয়া যুবক, ছবি: সংগৃৃহীত

বরিশালে অস্ত্র ও মাদকসহ জুবায়ের হোসেন সুমন (৪১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল-ভোলা রোডের কর্ণকাঠি বোর্ড স্কুলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সুমনের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দু'টি ধারালো ছোরা ও ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমন বরিশাল নগরীর রূপাতলীর মৃত এম এ মান্নান খানের ছেলে।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বরিশাল র‌্যাব-৮ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন একজন অস্ত্রধারী মাদকবিক্রেতা, সেবনকারী ও প্রতারক। ২০১৭ সাল থেকে তিনি টিউবওয়েল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আঞ্চলিক ডিজিটাল তথ্যকেন্দ্র থেকে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বারের তথ্য সংগ্রহ করে টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। নিজের বিকাশ নম্বর ব্যবহার না করার কথা বলে কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেন। নেশার চাহিদা মেটাতে এসব প্রতারণার আশ্রয় নিতেন বলে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন।