ছেলেকে নকল সরবরাহ করায় বাবার কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

কারাদণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কারাদণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ঝালকাঠীর নলছিটি উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে ছেলেকে নকল দেয়ার অপরাধে বাবা জহিরুল ইসলামকে (৫৫) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিজি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্ত জহিরুল স্থানীয় কুশাঙ্গল ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে।

নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন জানান, জেএসসির ইংরেজি পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে হলে ছেলেকে নকল সরবরাহ করছিলেন জহিরুল। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পরীক্ষা শেষে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করে ওই কারাদণ্ড দেয়া হয়।