১০ কোটি টাকা আত্মসাৎ, পরিবহন ব্যবসায়ী গ্র‌েফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর. কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রিমিয়ার ব্যাংক খুলনা শাখার ১০ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পরিবহন ব্যবসায়ী জুনায়েদ আহমেদকে গ্রেফতার করেছে দুদক সমন্বিত জেলা কার্যালয়।

সোমবার (৪ নভেম্বর) বিকালে ৪টায় তাকে খুলনার নূর নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরিবহন ব্যবসায়ী জুনায়েদ আহমেদ মেসার্স লস্কর ট্রেডার্সের মালিক।

বিজ্ঞাপন

দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. নামজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, জুনায়েদ হোসেন প্রিমিয়ার ব্যাংক থেকে অসৎ উপায় অবলম্বন করে ২০০৪ সালে প্রায় ৫ কোটি টাকা ঋণ গ্রহণ করে। যার পরিমান সুদসহ বর্তমানে ১০ কোটি ২৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে ওই টাকা আদায়ের চেষ্টা করেছে । কিন্তু উক্ত ঋণ পরিশোধ না করে প্রতারণা ও অপরাধ জনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে তা আত্মসাৎ করে সরকারি আর্থিক ক্ষতি সাধন করেছে মেসার্স লস্কর ট্রেডার্সের মালিক জুনায়েদ আহমেদ।