শিগগিরই দেওয়া হবে আবরার হত্যার চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় চার্জশিট দ্রুতই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, আমরা একটা নির্ভুল চার্জশিট দিতে চাই। শিগগিরই এটা দেব, প্রতিদিন আমি যোগাযোগ করছি, ফলোআপ নিচ্ছি। তবে তাড়াহুড়ো করে ভুল চার্জশিট দিতে চাই না। আশা করছি, দ্রুতই চার্জশিট দিতে পারব।
রোববার (০৩ নভেম্বর) দুপুরে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
এ সময় সংগঠনের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
রাজশাহী পলিটেকনিকে অধ্যক্ষকে মারধর করে পানিতে চুবনো প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিষয়টি আমি জানার সঙ্গে সঙ্গে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও ভিডিও ফুটেজ দেখে বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্প্রতি একটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আল্লাহর দল নামে একটি জঙ্গি সংগঠনের কথা আমরা জেনেছি, এটা নিষিদ্ধ হবে। তারা আল্লাহর দল নামেই প্রচারণা চালায় এবং বিভিন্ন সময় লিফলেট বিতরণ করে, ফলে আমরা সে নামেই দলটিকে নিষিদ্ধ করতে চাই।
পার্বত্য চট্টগ্রামে সম্প্রতি বেশকিছু হত্যাকাণ্ড ঘটেছে সেখানে দেখা গেছে আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দকেও হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিস্থিতি উত্তপ্ত, বিষয়টি ঠিক নয়। ক্রিয়া প্রতিক্রিয়া আছে। আপনারা জানেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে কিছু সন্ত্রাসী এসব এলাকায় আশ্রয় নেয়। আমাদের দেশেরও কিছু সন্ত্রাসী সে দেশে গিয়ে আশ্রয় নেয়। সে ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়। তবে এভাবে চলতে পারে না। আমরা কমিউনিকেশন ব্যবস্থা উন্নত করছি। জনবল সেখানে বাড়াচ্ছি এবং বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হেলিকপ্টার দিয়ে তাদের সহযোগিতার চেষ্টা করছি।
সেখানকার সমস্যা আমরা যখন যেভাবে শুনছি, তখন সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এখানে সেনাবাহিনীও কাজ করছে, যাকে যখন ধরা হচ্ছে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি, যোগ করেন মন্ত্রী।